
বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লা-ঠি দ্বারা আঘাত করবেন না। মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসাশী প্রাণী যাকে আমাদের নবী করিম (সাঃ) ভালোবেসে তার গায়ে হাত বুলিয়ে ছিলেন, কোলে বসিয়ে ছিলেন।
বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়। বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কার মুসল্লিগন কাতার ভেঙে দাড়ায়,তাও তাকে সে স্থান থেকে কেউ উঠায় না। বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য আলাদা লোক নিয়োগ দেওয়া হয়।
বিড়াল হাদিসে বর্ণনাকৃত একমাত্র সুস্পষ্ট প্রাণী যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য এক নারীকে জাহান্নামে নিক্ষিপ্তর ঘটনা রয়েছে। বিড়াল সেই প্রাণী যার চাটা পানিতে (সাঃ) ওযু করতে নিষেধ করেননি।
বিড়াল সেই প্রাণী যার পরিচয়ে পরিচিত প্রিয় সাহাবী ও অধিক হাদিস বর্ননাকারী আবু হুরায়রা (রঃ)।
Leave a Reply