
এইতো কিছুদিন আগেই সব শেষ করে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে এখনো মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। চলতি মাসের ২৯ তারিখে পিএসজির হয়ে অভিষেক হতে পারে তার। তবে নিজের অভিষেকের আগেই আবার বার্সেলোনায় ফিরলেন একসময়ের এই নগরীর সবচেয়ে বড় জাদুকর। শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রিয় ঠিকানায় এসেছেন তিনি।
তবে এবার শুধুই অল্প কয়েকদিনের জন্য। বার্সেলোনা শহরে ফিরে ক্যাস্তেলডেফেলসে নিজের বাড়িতেই থাকবেন মেসি। তবে শিগগিরই আবার তাকে ফিরে যেতে হবে প্যারিসে। বার্সেলোনায় ২১টি বছর কাটিয়েছে মেসি। প্যারিসের ক্লাবে যোগ দিলেও এখনো সেখানে বাড়ি কিনেননি তিনি। প্যারিসের একটি বিলাসবহুল হোটেল অবস্থান করেছিলেন মেসি ও তার পরিবার। পিএসজির হয়ে মাঠে নামার আগে তাই নিজ বাসায় কিছুটা সময় বিশ্রামে কাটাবেন সময়ের সেরা এ তারকা।
Leave a Reply